যারা কম্পিউটার এর সাথে পরিচিত কিন্তু প্রোগ্রামিং বা সি ল্যাংগুয়েজ সম্পর্কে খুব একটা ধারণা নেই, এই চ্যাপ্টার টি মূলত তাদের জন্য। এখানে কম্পিউটার প্রোগ্রামিং এর পাশাপাশি সি ল্যাংগুয়েজ এবং সি ল্যাংগুয়েজ তে প্রোগ্রামিং করতে গেলে যেসব সফটওয়্যার লাগে সে সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।
- সি উদ্ভাবন করা হয় UNIX অপারেটিং সিস্টেম লিখার জন্য।
- সি হচ্ছে বি ল্যাংগুয়েজের (B Language) উত্তরাধিকারী, বি উদ্ভাবিত হয় ১৯৭০ সালে।
- সি ১৯৮৮ সালে American National Standard Institute (ANSI) দ্বারা ফরমালাইজ করা হয়।
- বর্তমানে জনপ্রিয় লিনাক্স ওস এবং অারডিবিএমএস মাইএসকিউএল (RDBMS MySQL) সি তে লিখা।
সি প্রথমদিকে সিস্টেম ডেভলপমেন্ট এর জন্য ব্যবহার করা হত। অন্যভাবে বলতে গেলে সি দিয়ে অপারেটিং সিস্টেম বানানোর জন্য প্রোগ্রাম লিখা হত। সিস্টেম ডেভেলপমেন্টের জন্য সি ব্যবহার করা হয় কারন এর দ্বারা লিখা প্রোগ্রাম, অ্যাসেম্বেলি প্রোগ্রামের মত দ্রুত কাজ করে। সি দিয়ে লিখা কিছু সফটওয়্যারের উদাহরন :
- অপারেটিং সিস্টেম ।
- বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের এর কম্পাইলার।
- অ্যাসেম্বেলার।
- টেক্সট ইডিটর।
- নেটওয়ার্ক ড্রাইভার।
- ডাটাবেজে।
- ল্যাংগুয়েজ ইন্টারপ্রিটার।
মজার ব্যাপর হল, সি এর কম্পাইলার ও সি তে লিখা।
একটা সি প্রোগ্রাম ৩ লাইন থেকে কয়েক হাজার লাইন হতে পারে। সি তে প্রোগ্রাম লিখা ফাইলের এক্সটেনসন হবে .c । অাপনি সি প্রোগ্রাম লিখার জন্য নোটাপ্যাড, জি ইডিট , ভিম ইত্যাদি টেক্সট ইডিটর ব্যাবহার করতে পারেন। অামরা পরবর্তিতে এ সমন্ধে অারো বিস্তারিত অালোচনা করব।