- রিপোজিটরি টাকে ফর্ক করুন।
- নিজের ইচ্ছেমত পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করুন।
- পুল রিকুয়েস্ট করুন।
- কোডে ভুল না থাকলে এবং সঠিক হলে অথবা কোন নোট লিখলে সেটি সঠিক হলে তা মার্জ করা হবে।
কাজগুলো কঠিন মনে হলে, এখান থেকে সহজে কন্ট্রিবিউট করতে পারবেন!
- নতুন কোন অ্যালগরিদম লিখতে পারেন।
- কোন অ্যালগরিদম অলরেডি লিখা আছে, সেটাকে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ লিখতে পারেন।
- কোন কোড ভুল মনে হলে বা ইনইফিশয়েন্ট মনে হলে সেটি পরিমার্জন বা পরিবর্তন করতে পারেন।
- কোন অ্যালগরিদম এর জন্য নোট লিখতে পারেন।
- অন্য কোন নোট পরিবর্তন, পরিমার্জন, বা পরিবর্ধন করতে পারেন (অবশ্যই যথেষ্ট রিজন্যাবল হলে)।
আপনার সকল প্রকার কন্ট্রিবিউশন এর জন্য ধন্যবাদ!