#মাল্টি ডাইমেনশনাল অ্যারে
মাল্টি ডাইমেনশনাল অ্যারে নামটিই বলে দেয় যে এই অ্যারেগুলোতে একের অধিক ডাইমেনশন বা ইনডেক্সিং আছে। আমাদের সুবিধার জন্য আমরা টু-ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব এই অধ্যায়ে। অ্যারেতে এর চাইতে বেশি ডিরেকশনও থাকতে পারে, কিন্তু সেগুলো একটু অ্যাডভান্সড লেভেলের কাজ হয়ে যায়। টু-ডাইমেনশনাল অ্যারেকে আমরা এরকম টেবল বা ম্যাট্রিক্স আকারেও দেখাতে পারি। এবং স্বাভাবিকভাবেই এই অ্যারের ইনডেক্সিংও শুরু হয় 0,0
থেকে। নিচের টেবলটি একটি টু-ডাইমেনশনাল অ্যারের রিপ্রেজেন্টেশন হিসেবে ধরা যায়।
a [0,0] | a[0,1] | a[0,2] |
---|---|---|
a [1,0] | a [1,1] | a [1,2] |
a [2,0] | a [2,1] | a [2,2] |
a [3,0] | a [3,1] | a [3,2] |
এবার আসুন আমরা দেখি এধরনের অ্যারে নিয়ে আমরা কিভাবে কাজ করব। এই অ্যারে ডিক্লেয়ার করতে হয় সাধারণ অ্যারের মতই। আসুন দেখে নিই কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার ও ভ্যালু অ্যাসাইন করতে হয়।
int a[3][4] = {
{0, 1, 2, 3} , // values for first row, index 0
{4, 5, 6, 7} , // values for second row, index 1
{8, 9, 10, 11} // values for third row, index 2
};
int b[3][4] = {0,1,2,3,4,5,6,7,8,9,10,11}; // this works too
উপরের কোডগুলোতে আমরা দেখলাম কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাতে হয়। এই অ্যারে অ্যাকসেস করার নিয়ম ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতই। আসুন দেখি for লুপ ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের অ্যারে অ্যাকসেস করতে পারি।
#include <stdio.h>
int main (void)
{
int a[3][4] = {
{0, 1, 2, 3} , // values for first row, index 0
{4, 5, 6, 7} , // values for second row, index 1
{8, 9, 10, 11} // values for third row, index 2
};
int i, j;
// output each array element's value
for ( i = 0; i < 3; i++ )
{
for ( j = 0; j < 4; j++ )
{
printf("a[%d][%d] = %d", i,j, a[i][j] );
}
printf("\n");
}
return 0;
}
এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে for
লুপ ব্যবহার করে আমরা টু-ডাইমেনশনাল অ্যারে অ্যাকসেস করছি।